রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামির হাতকড়াসহ পালানোর খবর পাওয়া গেছে। গতকাল বেলা পৌনে ৩টার দিকে পালিয়ে যান তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ। তিনি নগরীর রাজপাড়া থানার তেরো খাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানায় নিয়ে আসার সময় পালিয়ে যায় তিনি।