চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছে ঢাকার বৃহত্তর চট্টগ্রাম সমিতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে। মানববন্ধনে ঢাকার বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহ্বায়ক এমএ হাশেম রাজু বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি এই চট্টগ্রাম বন্দর। দেশকে অর্থনৈতিকভাবে চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু, আমাদের এই চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হয়নি।