গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকার শেরে বাংলা নগর থানাধীন পুরাতন বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জন ছিনতাইকারী সশস্ত্র ছিনতাই করার পরিকল্পনা করছে।
গতকাল শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকার শেরে বাংলা নগর থানাধীন পুরাতন বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জন ছিনতাইকারী সশস্ত্র ছিনতাই করার পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সাপোর্ট ইউনিট কর্তৃক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতিতে টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৩ জন ছিনতাইকারীকে ৩ টি ধারালো চাকু, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীরা হলো- আরমান, মোহাম্মদ সাকিব হাসান, মেহেদী হাসান। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটককৃত ছিনতাইকারীদের সব আলামতসহ শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।