ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবিতে কমিউনিকেশন শীর্ষক প্রশিক্ষণ

বেরোবিতে কমিউনিকেশন শীর্ষক প্রশিক্ষণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কম্পিউটার অপারেটরদের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইন এমএস অফিস অ্যান্ড ই-মেইল কমিউনিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সংশ্লিষ্ট অফিস উপকৃত হলে বিশ্ববিদ্যালয়ও সমৃদ্ধ হবে। উপাচার্য বলেন, শেখার জন্য মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। নিজেকে আপডেট থাকতে হলে, যতটুকু শিখেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। এজন্য কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার যথাযথভাবে জানারও আহ্বান জানান তিনি। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের উপ-রেজিস্ট্রার মো. আতিকুর রহমান ও আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত