ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

তালাবদ্ধ রাজশাহী পলিটেকনিকে কার্যক্রম স্থবির

তালাবদ্ধ রাজশাহী পলিটেকনিকে কার্যক্রম স্থবির

ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে তালা দেওয়ার ঘটনায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেমে গেছে। শুধু তাই নয়, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সরকারি সার্ভে ইনস্টিটিউটও তালাবদ্ধ হয়েছে। এর আগে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় এই কর্মসূচি অন্যান্য জেলার পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হচ্ছে। সেসব প্রতিষ্ঠানও তালাবদ্ধ আছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং চলমান আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রতিনিধি মো. সালমান আহম্মেদ তুষার বলেন, রাজশাহী বিভাগের সব পলিটেকনিক ইনস্টিটিউটে তালাবদ্ধ রয়েছে। এক দিন পেরিয়ে গেলেও কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। ছয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফ বলেন, গত সোমবার থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। শিক্ষক-কর্মকর্তারা ক্যাম্পাসে আসছেন, কিন্তু প্রশাসনিক ভবনে তালা থাকায় প্রবেশ করতে পারছেন না। গত রোববার বিকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শেষে তারা তালা দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে একই দাবিতে গত শুক্রবার বিকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে তারা নগরে মিছিল বের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত