রাজশাহীতে মুসলমানদের মহানবীকে (সা.) নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে এক হিন্দু যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মীয় বিষয় নিয়ে আলাপকালে ওই যুবক মহানবীকে (স.) নিয়ে ‘কটূক্তি’ করেন বলে স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেন। ‘এক পর্যায়ে তাকে ধরে তারা পিটুনি দেয় এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেয়।