কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন ও ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে রাবির কৃষি অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬ দফা দাবিগুলো হচ্ছে- প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টগুলো গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।
১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা-সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। কৃষি সংশ্লিষ্টবিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং কৃষিবিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষিবিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।