রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ শাখায় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ প্রদান করা হয়। গত বুধবার দুপুরে অধ্যাপক হাবিবুর রহমান ভিসি হিসেবে যোগদান করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, অধ্যাপক হাবিবুর রহমান ১৯৭২ সালে প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন। পরে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্বে পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ, অনুষদ প্রধান, সিন্ডিকেট সদস্য, ফিন্যান্স কমিটির সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক হাবিবুর রহমান।