হারামের কুফল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আবু যার (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, তিন শ্রেণির লোকের সঙ্গে আল্লাহতায়ালা কেয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি (রহমতের) দৃষ্টি দেবেন না এবং তাদের (গোনাহ ক্ষমা করে) পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একথা শুনে আবু যার (রা.) বললেন, তাদের জন্য তো ধ্বংস ও অধঃপতন হে আল্লাহর রাসুল (সা.)! তারা কারা? তিনি বললেন, ১. যে ব্যক্তি টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে ২. যে দান করে খোঁটা দেয় ৩. যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল বিক্রি করে। (মুসলিম : ১০৬; মিশকাত : ২৭৯৫)।