হাদিস শরিফে এরশাদ হয়েছে- ‘যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক বিনষ্ট করল, আল্লাহতায়ালা তার জন্য জাহান্নাম অবধারিত করে দেবেন এবং জান্নাত তার ওপর হারাম করে দেবেন। একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! সেটা যদি কোনো সামান্য জিনিসও হয়? (অর্থাৎ কেউ যদি কারও সামান্য ও তুচ্ছ জিনিসও কসম খেয়ে আত্মসাৎ করে, তারও কি এই পরিণতি হবে?) উত্তরে নবীজি বললেন- হ্যাঁ, যদি সেটা পিলু বৃক্ষের একটি ডালও হয়।’ (মুসলিম : ১৩৭)।