ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরের সখিপুরে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত মসজিদ উদ্বোধন

অধ্যাপক শাব্বির আহমদ
শরীয়তপুরের সখিপুরে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত মসজিদ উদ্বোধন

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুরের সখিপুর এলাকায় নির্মিত মসজিদ উদ্বোধন করা হয় গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত মসজিদভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মসজিদে নববিতে বসেই মহানবী (সা.) ইবাদত-বন্দেগির পাশাপাশি, জ্ঞানচর্চাসহ যাবতীয় সামাজিক কাজের আঞ্জাম দিয়েছিলেন। মসজিদের সঙ্গে মুসলমানদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। মুসল্লিরা প্রতিদিন পাঁচবার মসজিদে মিলিত হয়ে সালাত আদায়ের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। ফলশ্রুতিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে একটি সুশীল সমাজ। তিনি বলেন, ইমামণ্ডখতিবরা কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন মাসআলা বর্ণনার পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ এবং মাদকাসক্তির কুফলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখলে সমাজ বহু অংশে এগিয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত