হালালের সুফল
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, হজরত রাসুলে পাক (সা.) এরশাদ করেছেন, হালাল সম্পদ উপার্জন করা ফরজের পর ফরজ। অর্থাৎ, হালাল পন্থায় জীবিকা অর্জন করা হলো নামাজ, রোজা ইত্যাদি ফরজ কাজের পর ফরজ অথবা এটি একটি দায়েমি ফরজ। কেননা, হালাল মালের ওপর ভিত্তি করেই বান্দার মধ্যে তাকওয়ার সৃষ্টি হয়।