হারামের কুফল
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সন্দেহজনক বিষয় মানুষকে হারামের পথে পরিচালিত করে। হাদিসে বলা হয়েছে, ‘নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। এই দুয়ের মধ্যে রয়েছে সন্দেহজনক বিষয়। বেশির ভাগ মানুষ যা জানে না। অতঃপর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে নিজের দ্বীন ও সম্মানকে ত্রুটিমুক্ত রাখে। আর যে ব্যক্তি সন্দেহজনক কাজে লিপ্ত হয়, সে হারামে লিপ্ত হয় (ধাবিত হয়)। ...’
(বোখারি : ৫২)।