ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : এক বালতি পানিতে এক ফোঁটা নাপাক পড়লে বালতির সব পানি নাপাক হয়ে যাবে?

উত্তর : এক বালতি পানিতে এক ফোঁটা নাপাক পড়লেও সেই পানি নাপাক হয়ে যাবে। (তাবয়িনুল হাকায়েক : ১/১৯৫, হেদায়া : ১/৩৫)।

প্রশ্ন : দুগ্ধপোষ্য শিশুর বমির হুকুম কী? যদি কাপড়ে লেগে যায়, তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে?

উত্তর : যদি শিশুর বমি মুখ ভরে আসে, তাহলে তা নাপাক। কাপড়ে লাগলে পবিত্র করা ছাড়া নামাজ পড়া জায়েজ হবে না। আর যদি মুখ ভরে না হয়, তাহলে নাপাক নয়। (হালিবি কুবায়রা : ১২৯, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকিল ফালাহ : ৮৮)।

প্রশ্ন : শৌচাগারে প্রবেশের সময় মাথায় কাপড় রাখতে হবে?

উত্তর : টয়লেটে বা শৌচাগারে যাওয়ার সময় মাথায় কাপড় রাখা সুন্নত। হাদিসে এর প্রমাণ রয়েছে। হাবিব বিন সালেহ (রা.) সূত্রে বর্র্ণিত; তিনি বলেন, নবীজি (সা.) যখন শৌচাগারে প্রবেশ করতেন, তখন জুতা পরিধান করতেন এবং মাথা ঢেকে নিতেন।’ (সুনানে কোবরা লিল বাইহাকি : ২৫৬, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৩৪৪৮২)। আয়েশা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, ‘রাসুল (সা.) যখন টয়লেট বা শৌচাগারে প্রবেশ করতেন, তখন মাথা ঢেকে নিতেন।’ (সুনানে কোবরা লিল বাইহাকি : ৪৫৫, খোলাসাতুল আহকাম : ৩২৩)।

প্রশ্ন : সর্দির সঙ্গে কখনও জমাটবাঁধা রক্ত বেরুলে অজু ভেঙে যাবে?

উত্তর : নাক দিয়ে জমাটবাঁধা রক্ত বেরুলে অজু নষ্ট হয় না। তাই সর্দির সঙ্গে জমাটবাঁধা রক্ত বেরুলে অজু নষ্ট হবে না। (আল মুহিতুল বোরহানি : ১/২০৩, হালবাতুল মুজাল্লি : ১/৩৮৪, আস সিআয়া : ১/২১২, রদ্দুল মুহতার : ১/১৩৯)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত