আল কোরআনের সহজ বুঝ

নিরক্ষর বাঙালির কোরআনি আলো

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

বই : আল কোরআনের সহজ বুঝ

লেখক : আবুল হাসান মুহাম্মদ নোমান

নিরীক্ষণ : মুফতি রাইহান খাইরুল্লাহ

প্রকাশক : আহমদ পাবলিশিং হাউস

পৃষ্ঠা : ৩২০

মূল্য : ৭০০ টাকা

সংযোগ : ০১৭১৩ ০৯০ ৩৩৮

মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে গল্প, ইতিহাস, জীবনবিধান ও জীবন চলার পথপরিক্রমা। এতে যেমন রয়েছে গদ্য-পদ্যের নান্দনিক মিশেল, তেমনি রয়েছে বহু কঠিন শব্দবাক্যের সমাহার। যার পরতে পরতে মহান রাব্বুল আলামিনের অসীম কুদরতের কথা প্রতিফলিত হয়েছে। আল্লাহর অগণিত রহস্যকথায় ভরপুর কোরআনে কারিম পূর্ণ বুঝতে মানুষ অক্ষম। সে কারণে যুগে যুগে রচিত হয়েছে বরেণ্যদের নানান রচনা। কোরআনকে বুঝতে, অনুধাবন করতে কত মনীষী বিলিয়ে গেছেন নিজের জীবন। কোরআনের ব্যাখ্যায় উজাড় করেছেন সবকিছু। এরই ধারবাহিকতায় আমাদের মাতৃভাষা বাংলায়ও রচিত হয়েছে বহু অনুবাদ, কাব্যমালা, ব্যাখ্যাগ্রন্থ। কিন্তু সহজ সাবলীল করে নিরক্ষর বাঙালি মুসলমানের জন্য তেমন উল্লেখযোগ্য কোনো গ্রন্থ রচিত হয়নি এ যাবৎকাল। বাংলার মুসলমানদের যারা আরবি পড়তে জানেন না, আরবি বোঝেন না, তারা কী করে এ মহিমান্তিত গ্রন্থের স্বাদ আস্বাদন করবেন, সে প্রয়াসে কলম তুলেছেন বাংলার এক কোরআনপ্রেমী র্ডপ হোমের প্রতিষ্ঠাতা আবুল হাসান মুহাম্মদ নোমান। ৩২০ পৃষ্ঠাব্যাপী তিনি অতি সংক্ষিপ্তাকারে পূর্ণ কোরআনের সহজিয়া বাক্যালাপ তুলে ধরেছেন খুব সতর্কভাবে। সংকলনটিতে কোথাও তিনি পূর্ণ আয়াতের অনুবাদ লিখেছেন, কোথাও কোনো আয়াতের মূল উপদেশের অশটুকু তুলে ধরেছেন, কোথাও বা ক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে মূল বিধানগুলো উল্লেখ করেছেন। কোনো স্থানে কয়েকটি আয়াতের একসঙ্গে সারমর্ম তুলে এনেছেন। এ ছাড়া অনেক সুরার শানে নুজুলও সংকলন করেছেন। বইটি পড়ে নিরক্ষর সাধারণ বাঙালি মুসলমান কোরআনের কিছু মর্মবাণী উপলব্ধিতে সচেষ্ট হবেন বলে আশাবাদী। এ ক্ষেত্রে কোনো বিষয় না বুঝলে অবশ্যই বিজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়ার উদাত্ত আহ্বান করা হয়েছে। তবে বইটি কোনো মাসআলা বা বিষয়ের দলিল হিসেবে পেশ করা যাবে না। নিছক কোরআনের মর্ম উফলব্ধিতে আরবি না জানা এবং অল্প শিক্ষিতদের বেশ কাজে আসবে। এর মাধ্যমে তারা হয়তো কোরআনের আলোয় উদ্ভাসিত হতে পারবেন। ৭০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস। আলী আযম ও জেরিন হাসানের করা প্রচ্ছদে আবৃত বইটি ঢাকার র্ডপ হোম ও দেশের যে কোনো অভিজাত লাইব্রেরি এবং ঘরে বসে অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে।