বই পরিচিতি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তাবাসসুম মাহমুদ
বই : কুরআনে বর্ণিত প্রাণীর গল্প
লেখক : আবদুল মুনঈম আল হাশেমি
ভাষান্তর : গোলাম রাজ্জাক কাসেমী
প্রকাশক : মাকতাবাতুল আসলাফ
পৃষ্ঠা : ৬৮
মূল্য : ৩০০ টাকা
সংযোগ : ০১৬৮৪ ৪৪২ ৪৪৩
শৈশবকে নরম মাটির সঙ্গে তুলনা করা যায়। নরম মটিকে যে রূপ দেয়া হয়, তা-ই পরবর্তী সময়ে স্থায়ী হয়। শৈশব থেকেই যদি ছোটদের ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে বড় হয়ে ইসলামের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ার আশা রাখা যায়। গল্প শোনা মানুষের স্বভাবজাত প্রবণতা। বিশেষ করে, ছোটরা গল্পের খুব ভক্ত। গল্প শুনতে বা পড়তে তারা বেশ ভালোবাসে। তাই তো তারা গল্পে ডুবে থাকতে চায়। বড়দের কাছে গল্প শোনার বায়না ধরে। গল্প না শোনালে ঘুমাবে না। খাবে না। অভিমান করে। ইচ্ছায় বা অনিচ্ছায় গল্প ওদের শোনাতেই হয়। তখন অনেকেই একটা ভুল কাজ করি- মিথ্যা গল্পের পা-ুলিপি খুলি। যেখানে না আছে জীবন গড়ার উপাদান, না আছে গঠনমূলক শিক্ষা। আবার অনেক গল্প এমনও আছে, যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এভাবে গল্পের ছলে অনেক অবান্তর কথা গেঁথে যায় শিশুদের সফেদ মনে। মিথ্যা রূপকথা পড়ে কোমলমতি শিশুদের মন মিথ্যাপ্রিয় হয়ে ওঠে; মিথ্যার প্রতি সহনশীল হয়ে পড়ে অবচেতনভাবে।
কেমন হবে- তাদের যদি কোরআনের গল্প শোনাই। মজার মজার গল্প। মিষ্টি মিষ্টি গল্গ। সত্য সুন্দর গল্প। আরবের বিদগ্ধ লেখক শায়েখ আবদুল মুনঈম আল হাশেমি রচিত ‘কিসাসুল হায়াওয়ান ফিল কোরআনিল কারিম’ এমনই এক অনবদ্য গ্রন্থ। যেখানে ফুটে উঠেছে কোরআনের একগুচ্ছ প্রাণীর গল্প। প্রতিটি গল্প যেমন সত্য, তেমনি রূপকথার চেয়েও রোমাঞ্চকর। এরই বঙ্গানুবাদ ‘কুরআনে বর্ণিত প্রাণীর গল্প’ নামে ছোটদের উপযোগী সহজ-সরল ও ঝরঝরে গদ্যে প্রস্তুত করা হয়েছে। যা পাঠে ছোটদের তুলতুলে মনে আনন্দের দোলা জাগবে। জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগবে। বইটি শিশুদের জন্য যেমন চমৎকার, তেমনি বড়দের জন্যও এতে রয়েছে কোরআনি গল্প উপভোগ করার দারুণ উপকরণ। দৃষ্টিনন্দন প্রচ্ছদ, মজবুত বাইন্ডিং ও কালারফুল আর্টপেপারে মাকতাবাতুল আসলাফ বইটি বাজারে এনেছে। দেশের যে কোনো অভিাজাত লাইব্রেরিতে এবং ঘরে বসে অনলাইনে অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে।