ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাখপাখালি আল্লাহর অপরূপ সৃষ্টি

আবদুল্লাহ নোমান
পাখপাখালি আল্লাহর অপরূপ সৃষ্টি

মহান আল্লাহ এ বসুন্ধরাকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে। সর্বত্র ছড়িয়ে দিয়েছেন নান্দনিক সৌন্দর্যের মনকাড়া নিদর্শন। তিনি নিখিল বিশ্বে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যে, তৈরি করেছেন নিজস্ব ব্যঞ্জনায়। রূপসী দৃশ্যে চোখ জুড়ানোর জন্য প্রকৃতিকে সাজিয়েছেন সবুজ শ্যামলিমায়। আমাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য গাছপালা, তরুলতা এবং উদ্ভিদ দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছেন সুনিপুণভাবে। রংবেরঙের ফুলের মোহনীয় সুবাসে আমোদিত করে রেখেছেন পুষ্পবীথি। মিষ্টতার আস্বাদনে হৃদয়-মন ভরিয়ে দিতে রেণুর মাঝে সৃষ্টি করেছেন মধুর বিন্দু। আরোগ্যময় স্বাস্থ্যকর মধু সরবরাহে ফুলের মিলনমেলায় পাঠান রসিক ভ্রমর। খাবারের প্রয়োজন মেটাতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং বিষণ্ন মনে আনন্দের দোলা দিতে সৃজন করেছেন অসংখ্য পশুপাখি। যেন বান্দা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞ মনে লুটিয়ে পড়ে সেজদায়। জবানে সৃষ্টি হয় ‘আলহামদুলিল্লাহ’র সুমধুর গুঞ্জন। অবচেতন মনে বেজে ওঠে ‘আল্লাহু আকবার’-এর প্রাণময় ধ্বনি। এভাবে করুণাময় রব পৃথিবীর দৃশ্য-অদৃশ্য সবকিছু আমাদের সেবায় নিয়োজিত রেখেছেন তার নিরঙ্কুশ কুদরতে। লাগিয়ে রেখেছেন আমাদের উপকারে অহর্নিশ, যাতে এসব নেয়ামতের বারিধারায় সিক্ত হয়ে প্রকৃত দাতাকে ভুলে না যাই আমরা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সেসবকে তাঁর তরফ থেকে তোমাদের উপকারে লাগিয়ে দিয়েছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে।’ (সুরা জাসিয়া : ১৩)।

পাখির বিস্ময়কর উপকারিতা

মহান আল্লাহর বিচিত্র সৃষ্টির অন্যতম পাখপাখালি। আমরা দেখি বা না দেখি, তারা আমাদের অসংখ্য উপকার করে থাকে। পাখি শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, উদ্ভিদের সার জোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণসহ অসংখ্য উপকার করে আমাদের পরম শুভার্থী বন্ধুর মতো। বাতাসি পাখি শূন্যে উড়ে উড়ে বিচিত্র রকম ভঙ্গি করে উড়ন্ত পোকামাকড় ও কীটপতঙ্গ ধরে ধরে খায়। ওরা অল্প সময়ে অনেক পোকা ধরে খেয়ে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, একটি ছোট পাখি ঘণ্টায় প্রায় ১২শ’ পোকা ধরে খেতে পারে। কাঠঠোকরারাও পোকাখেকো পাখি গাছের ডাল এবং গুঁড়ি থেকে পোকা খুঁটে খুঁটে খায়। এভাবে অক্সিজেন সরবরাহকারী গাছ টিকিয়ে রাখতেও সহায়তা করে পাখি। আবার ঘরের আশপাশে থাকে যেসব বিষধর পোকামাকড় ও কীটপতঙ্গ, তাদের ধরে ধরে খায় চড়ুই এবং দোয়েলরা। কৃষক যখন জমিতে লাঙল দেয়, তখন গো-বক, ছোট সাদা বক, গো-শালিক, ফিঙে ইত্যাদি পাখি নানাবিধ পোকামাকড় খেয়ে হালের গরুকে পোকার জ্বালাতন থেকে রক্ষা করে। গরু এবং ছাগল মাঠে ঘাস খাওয়ার সময় জোঁকসহ নানাবিধ পোকা আক্রমণ করে। ফিঙে এবং শালিকের দল সে আক্রমণ থেকে রক্ষা করে গরু-ছাগলকে। গরু ও ছাগলের লোমের ভেতর এক ধরনের পোকা বাসা বাঁধে। পাখিরা সেসব পোকাও খুঁটে খুঁটে খেয়ে ডাক্তারের ভূমিকা পালন করে। তাই নিঃসন্দেহে পাখিরা আমাদের উপকারী বন্ধু। আকাশ ও পৃথিবীর মাঝে তাদের শূন্যে ওড়ার সক্ষমতা আল্লাহর কুদরতের বিরাট নিদর্শন। এরশাদ হয়েছে, ‘তুমি কি জানো না যে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারাই আছে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং পাখিরাও, যারা পাখা বিস্তার করে রাখে। প্রত্যেকেই নিজ নিজ ইবাদত ও তাসবিহ (এর পদ্ধতি) জেনে রেখেছে। তারা যা করে, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।’ (সুরা নুর : ৪১)। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে উসমানিতে উল্লেখ আছে, ‘আল্লাহতায়ালা প্রত্যেক বস্তুকে তার অবস্থানুযায়ী ইবাদত-বন্দেগি ও তাসবিহ পড়ার যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সে অনুযায়ী তারা নিজেদের অজিফা আদায় করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষরূপী বহু লোক অহংকার ও উদাসীনতায়, মূর্খতা ও অন্ধকারে নিমজ্জিত হয়ে আপন মালিকের স্মরণ ও দাসত্ব থেকে বিরত রয়েছে।’ (তাফসিরে উসমানি : ২৪৮)।

পাখপাখালি মানুষের হিতাকাঙ্ক্ষী

পক্ষীকুল আমাদের পরম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। চিল, ঈগল, বাজ এবং অন্যান্য শিকারি পাখিকে নিয়ে মানুষ যদিও শঙ্কিত থাকে, হাঁস-মুরগির ছানা খেয়ে ফেলে বলে; কিন্তু তারা মেঠো ইঁদুর, নেংটি ইঁদুর ইত্যাদি শিকার করে ফসলের ক্ষেতের দারুণ উপকারও করে। তা ছাড়া পাখির ডিমণ্ডবাচ্চা খেয়ে ফেলে এমন সাপ ও অন্যান্য প্রাণীকেও ওরা শিকার করতে ভুল করে না। ফণা-তোলা বিষধর সাপটি যদি নজরে পড়ে ঈগলের, তাহলে রক্ষা কি মেলে সেই সাপের? মশামাছি, কীটপতঙ্গ নানা স্থানে বিষাক্ত জীবাণু ছড়ালেও এসব পোকামাকড়ের হাত থেকে বিপন্ন মানুষকে রক্ষা করে পাখিরা। ভুবনচিল, শঙ্খচিল আর কাকেরা শহর পরিচ্ছন্ন রাখে ময়লা খেয়ে। মরা জন্তু ও অন্যান্য ময়লা খেয়ে গ্রামাঞ্চলের পথঘাট আর মাঠ পরিষ্কার রাখে শকুনরা। দেশে দুর্ভিক্ষ বা বন্যা হলে শকুনেরা ঝাঁকে ঝাঁকে নেমে আসে নিচে। চারপাশে ছড়ানো মরা জন্তুদের খেয়ে ফেলে অল্প সময়ের মধ্যে। খাদ্য সংগ্রহে নানা রঙের ফল-ফুলে ভরা গাছপালায় পাখিদের উপচেপড়া ভিড় ও কিচিরমিচির গুঞ্জন দর্শনার্থীদের নজর কাড়ে। ওদের এই খাদ্য সংগ্রহ গাছের এবং মানুষের জন্য দারুণ উপকারী। পাখিরা পাকা ফল খাওয়ার সময় বীজটিও খেয়ে ফেলে। পরে সেই বীজ তার পায়ুপথ দিয়ে পায়খানা হয়ে বেরিয়ে যায়। এতে একটি গাছের বীজ নানা স্থানে গিয়ে ছড়িয়ে পড়ে। এ বীজগুলো যদি পাখিরা না খেত, তাহলে সব বীজ পড়ত বড় গাছের নিচে। জন্মাত হাজার হাজার গাছ। এসব গাছ পর্যাপ্ত আলো বাতাস না পেয়ে শুকিয়ে মরে যেত। বীজগুলো বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দিতে এবং গাছকে ভালোভাবে বড় করে তুলতে পাখিদের ভূমিকা অনস্বীকার্য। হাঁস ও অন্যান্য পাখি জলাশয়ে যে মল ত্যাগ করে, তা নাইট্রোজেন সার। মজার বিষয় হচ্ছে, অনেক ছোট ছোট বীজ পাখিদের কাদামাখা পায়ে অথবা পালকে আটকে যায়। এভাবে দূর দেশে পাখির সঙ্গে চলে যায় গাছের বীজ। আমাদের দেশে এমন অনেক বিদেশি গাছ আছে, যা অতিথি পাখিরা নিয়ে এসেছিল বীজ অবস্থায়। আমাদের দেশের অনেক গাছের বীজ ওরা নিয়ে গেছে বিদেশে। ফুলের পরাগ সংমিশ্রণেও পাখিরা সবচেয়ে সক্রিয়। নানান রকম মৌটুসি, টুনটুনি, ফুলঝুরি ইত্যাদি পাখি ফুলের ভেতর থেকে মধু বের করে খায়। মধু খাওয়ার সময় ফুলের কিছু রেণু ওদের মাথায় কিংবা পালকে কিংবা ঠোঁটের চারপাশে আটকে যায়। শরীরে রেণুমাখা পাখিটি যখন অন্য ফুলে গিয়ে বসে, তখন তার বয়ে আনা রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিশে ফল ফলানোর কাজে লাগে। পাখিরা আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে শূন্যলোকে কখনও ডানা মেলে, কখনও ডানা গুটিয়ে উড়তে থাকে অবিরাম। ওদের ভারী দেহের আকর্ষণ সত্ত্বেও পড়ে যায় না নিচে। বায়ুর মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ভেসে বেড়াতে পারে স্বচ্ছন্দে, নিশ্চিন্তে। রহমানেরই অনন্য কুদরত এ মহাবিস্ময়। তিনি এরশাদ করেছেন, ‘তারা কি তাদের ওপরে পাখিদের দেখে না, যারা কখনও ডানা মেলে রাখে এবং কখনও গুটিয়ে রাখে। দয়াময় (আল্লাহ) ছাড়া আর কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।’ (সুরা মুলক : ১৯)।

লেখক : সিনিয়র মুফতি, জামিয়া ইসলামিয়া হেমায়াতুল ইসলাম কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত