ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : নারীদের জন্য পাতলা এবং টাইট জামা পরিধান করার হুকুম কী? কোনো মেয়েকে তার পিতামাতা এবং স্বামী যদি এসব পোশাক কিনে দেয়, তবে তারা গোনাহগার হবে?

উত্তর : যে পাতলা ও আঁটসাঁট কাপড় পরিধান করলে মেয়েদের শরীরের ভাঁজ প্রকাশিত হয়, তা পরিধান করা নাজায়েজ। হাদিসে এসব কাপড় পরিধান করার ব্যাপারে কঠিন ধমকি এসেছে। যারা এসব কাপড় ক্রয় করে এবং কিনতে উৎসাহ দেয়, তারাও এর গোনাহের ভাগীদার হবে। (সুরা মায়িদা : ২, মুসলিম : ২১২৮)।

প্রশ্ন : কোনো নারী যদি এত পাতলা ওড়না পরে নামাজ পড়ে যে, ওড়না পরার পরও মাথার চুল স্পষ্ট দেখা যায়; তাহলে তার নামাজ হবে?

উত্তর : নামাজের ভেতর নারীদের মাথা ও চুল ঢেকে রাখা ফরজ। তাই ওড়না এমন মোটা হতে হবে, যা মাথায় দিলে চুল দেখা যায় না। ওড়না যদি এত পাতলা হয়, যা পরার পরও চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তা মাথায় দিয়ে নামাজ সহিহ হবে না। (বাদায়েউস সানায়ে : ১/৫১৪-৫১৫, তাবয়িনুল হাকায়েক : ১/২৫২-২৫৩, আল বাহরুর রায়েক : ১/২৬৮, খোলাসাতুল ফাতাওয়া : ১/৭৩)।

প্রশ্ন : চুল রং করার ব্যাপারে ইসলামের বিধান কী?

উত্তর : মেয়েদের জন্য সব ধরনের সাজসজ্জা গ্রহণ করা জায়েজ, যদি তা কোনো খারাপ উদ্দেশ্যে না হয় অথবা শরিয়তে নিষিদ্ধ সাজ না হয়। আর স্বামীকে খুশি করার জন্য চুলে মেহেদি দেয়া বা কালো ছাড়া অন্য রং করা নারীদের জন্য জায়েজ। তবে পরপুরুষকে দেখানোর জন্য হলে নাজায়েজ। (বাজলুল মাজহুদ : ৫/৮)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত