ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : ওয়াইফাই ভাড়া দিয়ে টাকা উপার্জন করা যাবে?

উত্তর : ইন্টারনেট কানেকশন একটি পণ্যের মতো; যা নির্দিষ্ট মূল্য দিয়ে ক্রয়ের মাধ্যমে ব্যক্তি মালিক হয়। মালিকানা প্রাপ্ত হওয়ার পর মালিক তা ব্যবহারও করতে পারে, বিক্রিও করে দিতে পারে কিংবা ভাড়াও দিতে পারে। সে হিসেবে ওয়াইফাই সুবিধা দিয়ে টাকা আয় করাও বৈধ হবে। (তাফসিরে বায়যাবি : ১/৭)।

প্রশ্ন : কারও আনলিমিটেড নেট লাইন হ্যাক করে ব্যবহার করা জায়েজ হবে?

উত্তর : কারও মালিকানাধীন বস্তু তার অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নয়। সুতরাং কারও ইন্টারনেট লাইন আনলিমিটেড হলেও তার অনুমতি ছাড়া তা চুরি করে ব্যবহার করা অবৈধ। (মুসনাদে আহমদ : ২০৬৯৫, সুনানে দারেমি : ২৮৮৬)।

প্রশ্ন : ভিডিও গেমস খেলার হুকুম কী?

উত্তর : ইসলামি শরিয়তে খেলাধুলা কয়েকটি শর্তে জায়েজ। যথা- ১. যে খেলা খেলা হবে, তা কাফের ও মুশরিকদের প্রতীক না হওয়া। ২. খেলায় হারজিতের বাজি না থাকা। ৩. খেলায় মগ্নতার কারণে নামাজ-রোজা, ইবাদত বা হালাল রুজি রোজগারে ক্ষতি না হওয়া। ৪. খেলায় শরিয়ত গর্হিত কোনো বিষয় না থাকা। ৫. খেলায় শারীরিক বা মানসিক কোনো উপকারিতা থাকা। কিন্তু ভিডিও গেম খেলার মাঝে অহেতুক সময় নষ্ট করা ছাড়া মৌলিক কোনো ফায়দা নেই। তা ছাড়া ভিডিও গেমের মাঝে নারীদের অশ্লীল ছবিও সংযোজিত থাকে। তাই ভিডিও গেম খেলা জায়েজ হবে না। যদি উপরিউক্ত বিষয়গুলো না থাকে, তবু অহেতুক সময় নষ্টের কারণে অপছন্দনীয়। (ফতোয়ায়ে শামি : ৯/৫৬৫, তাকমিলাতু ফাতহিল মুলহিম : ৪/৪৩৬)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত