ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাফেজ মাওলানা মুফতি আলী হায়দার

ইমাম ও খতিব, তরিকিয়া জামে মসজিদ, সংসদ অ্যাভিনিউ, মনিপুরীপাড়া, ঢাকা
হাফেজ মাওলানা মুফতি আলী হায়দার

প্রশ্ন : আমাদের সমাজে প্রচলন আছে যে, মৃতব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমায়ে শাহাদত পড়লে সে জাহান্নাম থেকে মুক্তি পায়। এ কারণে কেউ কেউ নিজ জীবদ্দশায় এ উদ্দেশ্যে ৭০ হাজার বার কালিমা পড়ে। এ আমল করলে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে?

উত্তর : প্রশ্নোক্ত কথাটি সঠিক নয়; বরং এটি লোকমুখে প্রচলিত কথা। যার কোনো প্রামাণিক ভিত্তি নেই। শায়খ ইবনে তাইমিয়া (রহ.)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, ‘এটি সহিহ বা দুর্বল কোনো সনদেই বর্ণিত নেই।’ (মাজমুউল ফাতাওয়া, আল্লামা ইবনে তাইমিয়া : ২৪/৩২৩)। প্রকাশ থাকে যে, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা অনেক বড় সওয়াবের কাজ। একাধিক হাদিসে এ কালিমা পাঠের বহু ফজিলত এসেছে। এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ইখলাসের সঙ্গে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবে, সে জান্নাতে যাবে। (মুসনাদে আহমদ : ১৯৬৮৯, শরহু মুশকিলিল আসার : ৪০০৩)। তাই নিজে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা কিংবা কোনো মৃতব্যক্তির ঈসালে সওয়াবের জন্য পাঠ করা ভালো কাজ। কিন্তু প্রশ্নোক্ত সংখ্যা ও পদ্ধতির কোনো দালিলিক ভিত্তি নেই। তাই এ পদ্ধতি বর্জনীয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত