মুসলিম বিশ্ব পরিচিতি : পাকিস্তান
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ায়। উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি গড়ার লক্ষে ভারতবর্ষ ভেঙে ১৯৪৭ সালে এর জন্ম হয়। শুরুতে পূর্ব পাকিস্তান বলে পরিচিত বাংলাদেশ অংশটিও এর সঙ্গে যুক্ত ছিল। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে পাকিস্তান থেকে আলাদা হয় বাংলাদেশ। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত পাকিস্তান। দেশটির আছে প্রায় হাজার কিলোমিটার দীর্ঘ সৈকতরেখা। এর দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্বে ভারত এবং উত্তর-পূর্বে চীনের তিব্বত ও জিনজিয়াং এলাকাগুলো। ফারসি, সিন্ধি ও উর্দু ভাষায় পাকিস্তান নামটির অর্থ ‘পবিত্রদের দেশ’। জন্মের পর থেকে ৫৮ বছরের ইতিহাসে পাকিস্তান বেশির ভাগ সময়ই ছিল সামরিক শাসিত। এখনও দেশটিতে সেনাবাহিনীর প্রভাব অপরিসীম।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
নাম : ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান
রাজধানী : ইসলামাবাদ
বড় শহর : করাচি
রাষ্ট্রভাষা : উর্দু ও ইংরেজি
সরকার : কেন্দ্রীয় পার্লামেন্টারি প্রজাতন্ত্র
রাষ্ট্রপতি : আসিফ আলী জারদারি
প্রধানমন্ত্রী : শেহবাজ শরিফ
আইনসভা : মজলিসে শুরা
উচ্চকক্ষ : সিনেট
নিম্নকক্ষ : জাতীয় পরিষদ
ধর্ম : ইসলাম
স্বাধীনতা লাভ : ১৪ আগস্ট ১৯৪৭
ইসলামি প্রজাতন্ত্র : ২৩ মার্চ ১৯৫৬
আয়তন : ৮০ লাখ ৩৯ হাজার ৪০ বর্গকিলোমিটার
জলভাগ : ৩ দশমিক ১ শতাংশ
জনসংখ্যা : ১৯ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৩৮০ জন
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ২৩৪ দশমিক ৪ জন
মুদ্রা : রুপি
জিডিপি : ৮৮৪.২ বিলিয়ন ডলার
মাথাপিছু আয় : চার হাজার ৫১৫ ডলার