প্রশ্ন : গোসল ফরজ হয়েছে, এমন ব্যক্তি অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম, কিন্তু অজু করতে সক্ষম এবং তার কাছে পর্যাপ্ত পানিও আছে। এ অবস্থায় শুধু তায়াম্মুম করবে নাকি অজুও করতে হবে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তি গোসলের পরিবর্তে শুধু তায়াম্মুম করবে, অজু করবে না। কারণ, এ ক্ষেত্রে তায়াম্মুমই অজু-গোসল উভয়টির জন্য যথেষ্ট হবে। তবে গোসলের জন্য তায়াম্মুম করার পর অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে পবিত্রতার জন্য তাকে অজুই করতে হবে; তায়াম্মুম করলে হবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৭৮৭, আল মাবসুত : ১/১১৩, খোলাসাতুল ফাতাওয়া : ১/৩৩, ফতোয়ায়ে তাতারখানিয়া : ১/৩৯৪, রদ্দুল মুহতার : ১/২৩২)।
প্রশ্ন : নামাজের ওয়াক্ত শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর নামাজ আদায়ের আগেই কোনো নারীর ঋতুস্রাব শুরু হলে পরবর্তীতে পবিত্র হওয়ার পর উক্ত ওয়াক্তের নামাজ কাজা করতে হবে?
উত্তর : না, ওই ওয়াক্তের কাজা করতে হবে না। কেননা, ওয়াক্তের শুরুতে পবিত্র থাকলেও ওয়াক্তের ভেতরেই যেহেতু হায়েজ এসে গেছে, তাই ওই নামাজ মাফ হয়ে যাবে; তা আর পড়তে হবে না। (কিতাবুল আসার : ১/৮৪, আল মাবসুত লিস সারাখসি : ২/১৪, খোলাসাতুল ফাতাওয়া : ১/২৩২, আত তাজনিস ওয়াল মাযিদ : ১/১৮৯, ফাতহুল কাদির : ১/১৫২)।