পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ড। উত্তর ও দক্ষিণ আমেরিকায় এর দেখা মেলে। ৩০০-এর অধিক প্রজাতি রয়েছে এর। সবচেয়ে ছোট আকৃতির হার্মিং বার্ড পাওয়া যায় কিউবায়। এর দৈর্ঘ প্রায় আড়াই ইঞ্চি। ওজন দুই গ্রামের নিচে। এরা বিরতিহীন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। হার্মিং বার্ড প্রতি সেকেন্ডে ১২-৯০ বার ডানা ঝাপটাতে পারে। এ পাখি খুব দ্রুততম সময়ে সামনে, পেছনে, ওপরে ও নিচে উড়তে পারে। মনে হয়, খাবার খেতেই এদের জন্ম। হার্মিং বার্ড বেশ শক্তিশালী পাখি। এদের ঠোঁট বেশ লম্বাকৃতির হয়। ফুলের মধুই এদের প্রধান খাদ্য। ফুল থেকে নিজের দূরত্ব বজায় রেখে শূন্যে উড়ে উড়ে ফুলের মধু লম্বা ঠোঁট ঢুকিয়ে খায়। একটি হার্মিং বার্ড দৈনিক ১ হাজার ৫০০ ফুলের মধু খেয়ে থাকে। এ পাখি বাংলাদেশে বিরল। দিনের অধিকাংশ সময় এরা ফুলের মধু খেয়ে কাটায়। এ পাখি সৌখিনভাবে বাসাবাড়িতে পোষা একেবারেই অসম্ভব। খাদ্যগ্রহণের প্রক্রিয়া এদের ব্যতিক্রম করে রেখেছে।