ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পিরিয়ড সচেতনতায় নানা উদ্যোগ

পিরিয়ড সচেতনতায় নানা উদ্যোগ

পিরিয়ডের মতো একটা স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয় নিয়ে সংকোচ ও সচেতনতার অভাব রয়েছে দেশের অনেক নারী ও কিশোরীর মধ্যে। এছাড়া এ বিষয়ে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শের ঘাটতিও রয়েছে। ফলে নারীর প্রজনন স্বাস্থ্যসহ শারীরিক ও মানসিক বিকাশে ঘটছে নানা প্রতিবন্ধকতা। আর এ বিষয়টি নিয়ে সচেতনতা তৈরিতে ২০২০ থেকে কাজ করছে ‘জ্যোতি’। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামের বম, খুমি ও মুরং আদিবাসী কিশোরীদের মধ্যে ৪০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। এছাড়া ঢাকার আদাবরের রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়ের ১০০ জন কিশোরীর জন্য ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও টানা ১ বছর সেখান থেকে বিনামূল্যে শিক্ষার্থীরা যাতে ন্যাপকিন নিতে পারেন, তার ব্যবস্থাও করেছে জ্যোতি।এসবের পাশাপাশি অনলাইনে এ বিষয়ে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নারীরা যাতে পিরিয়ড সম্পর্কে কথা বলতে আগ্রহী হন, সেজন্য নিয়মিত পিরিয়ড ব্লগ লেখার প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে।

পাশাপাশি শুধু নারী ও কিশোরীদের নিয়ে ফেইসবুক গ্রুপ ও পেইজ (www. facebook.com/ jyoticommunity) তৈরি করা হয়েছে। যেখানে যে কেউ তার পিরিয়ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে বা পরামর্শ চাইতে পারেন। এছাড়া জ্যোতি নিজেদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পিরিয়ড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ শেয়ার করে থাকে।

জ্যোতির মাধ্যমে পিরিয়ড সচেতনতা নিয়ে কাজ করছেন রেজওয়ান আহমেদ নূর। তিনি তার প্রতিষ্ঠান ভার্টিক্যাল ইনোভেশন্স লিমিটেডের মাধ্যমেই এ কাজ করছেন। জ্যোতির কার্যক্রম ও বাংলাদেশে পিরিয়ড নিয়ে নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি, নারীর পিরিয়ড একটি স্বাভাবিক স্বাস্থ্য প্রক্রিয়া। আর এ বিষয়ে সঠিক স্বাস্থ্য পরামর্শ ও উপকরণ পাওয়া একজন নারীর মৌলিক অধিকার। আমরা এ অধিকার নিয়েই কাজ করছি। এছাড়া পিরিয়ড নিয়ে সমাজের কুসংস্কার ভাঙতেও আমরা

কাজ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত