শেষ হলো ক্রেয়ন ম্যাগের ক্যাম্পেইন ‘অসময়ের ডাক’
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
ক্রেয়ন ম্যাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হাতে লেখা চিঠির উৎসব ‘অসময়ের ডাক’। এ আয়োজনটি অক্টোবরের ১৯ থেকে ২১ পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ডিজিটাল ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সঙ্গে চিঠি লেখার মতো সনাতন প্রথা এখন বিলুপ্ত হবার পথে। ডাকপিয়নের বাইসাইকেলে চড়ে ক্রিং ক্রিং শব্দে হলুদ খামের চিঠি বিলি করার দিনগুলো এখন শুধুই স্মৃতি। ই-মেইল, ফ্যাক্স আর টেক্সট মেসেজ বা ক্ষুদে বার্তার যুগে কেউই আর চিঠি লেখেননা কাউকে। হাতে লেখা, ডাকে পাঠানো চিঠির চলই উঠে যাচ্ছে। এ প্রেক্ষাপটটি মাথায় রেখেই ক্রেয়ন ম্যাগ ‘অসময়ের ডাক’ আয়োজন করে।
ক্রেয়ন ম্যাগের পক্ষ থেকে এ উৎসব উপলক্ষে চিঠি লেখার জন্য সবার প্রতি উন্মুক্ত আহবান জানানো হয়েছিল। এজন্য কিছু মনোনীত বিষয়েরও উল্লেখ করা হয়েছিল, যেমন-লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ব্যবস্থা, যুদ্ধ নয় শান্তি ইত্যাদি। আর সবশেষে আরেকটি উন্মুক্ত বিভাগ রাখা হয়েছিল যেখানে যে কেউ তার পছন্দমতো বিষয়ে যে কাউকে চিঠি লিখতে পারবেন মনের মতো করে। এ বিভাগের নাম রাখা হয়েছিল ‘তোমার স্বপ্ন’। বলা হয়েছিল, এখানে যে কেউ তার স্বপ্ন নিয়ে বাবা-মা, পরিবারের অন্যান্য সদস্য, প্রিয় শহর, প্রিয় লেখক, বইয়ের কোন প্রিয় চরিত্রকে চিঠি লিখতে পারবেন। চিঠি লেখার সুযোগ ছিল ভালোবাসার কোনো মানুষ, আত্মীয়, দূরে থাকা বন্ধু এমন কি কাল্পনিক কোনো চরিত্রকে। এমনও বলা হয়েছিল, অংশগ্রহণকারীরা চিঠি লিখতে পারবেন কোনো প্রিয় বস্তু আর সাহিত্য বা চলচ্চিত্রের কোনো চরিত্রের উদ্দেশ্যেও। ২১ অক্টোবর তিনদিনব্যাপী এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।