ঘরের পিঁপড়া তাড়াবেন যেভাবে
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
সবার ঘরেই কমবেশি পিঁপড়ার উৎপাত আছে নিশ্চয়ই! ঘরের কোথায় কোথায় মিষ্টি খাবার আছে, তা ঠিকই খুঁজে বের করে সারিবদ্ধভাবে পিঁপড়ার দল চলে যায় সেখানে। রান্নাঘর থেকে তো পিঁপড়ার দল সরতেই চায় না।
ঘর থেকে পিঁপড়া তাড়ানোর জন্য অনেক সময় বাজারচলতি পিঁপড়ার ওষুধ ব্যবহার করা হয়। তাতেও লাভ হয় না। তাই পিঁপড়া তাড়ানোর জন্য বেছে নিন প্রাকৃতিক উপায়। জেনে নিন করণীয়।
এ সময় ঘরের মেঝে বেশিরভাগ সময়ই স্যাঁতসেঁতে থাকে। তাই ঘরের প্রতিটি কোনা পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে দিনে দুইবার মুছুন।
খাবার যেন কোনোভাবেই মাটিতে পড়ে না থাকে। কারণ খাবারের একটা টুকরো মাটিতে পড়লেই সেখানে পিঁপড়া আসবে। খাবার মাটিতে পড়লেও তা তুলে ফেলুন।
সাদা ভিনেগার ব্যবহারে পিঁপড়া দ্রুত মরে যায়। এ জন্য এক বোতলের অর্ধেক পানি ও অর্ধেক ভিনেগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোনায় স্প্রে করুন। পিঁপড়া ঘর থেকে দূরে পালাবে।
চিনি পিঁপড়ার সবচেয়ে পছন্দের খাবার। তাই চিনির কৌটার চারপাশে দারুচিনির গুঁড়া ছড়িয়ে রাখুন। কারণ পিঁপড়া এই গন্ধ সহ্য করতে পারে না।
পিঁপড়া তাড়ানোর আরও এক ওষুধ হলো লবণ। কয়েক চামচ লবণ গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর বিভিন্ন জায়গাতে স্প্রে করুন। দেখবেন পিঁপড়া আর আসবে না।
চকের গুঁড়াও পিঁপড়া তাড়ানোর একটি প্রাকৃতিক ওষুধ। চকের গুঁড়া পানিতে গুলিয়ে বাড়ির দেয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়া চলে যাবে।
পিঁপড়া গোলমরিচের গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরের যে স্থানে বেশি পিঁপড়ার উৎপাত; সেখানে একটি গোলমরিচ গুঁড়া রাখতে পারেন।