রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার অর্জন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিত্যজীবন প্রতিবেদক

শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ও বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ দেয়া হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। ৫ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক বা প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এতে হাইটেক শিল্প ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন-এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের পরিচালক ইরমানা মোনেম। তিনি বিশিষ্ট শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের নাতনি ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেমে এর জ্যেষ্ঠ কন্যা।