বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সত্যেন্দ্রনাথ বোস’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভা। ১১ জানুয়ারি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। চলচ্চিত্র প্রদর্শনী করেন করেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শীলা দত্ত। আলোচক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিএসআইআর) চেয়ারম্যান ড. আলতাব আলী শেখ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।