খুলনায় নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
শিল্পনগরী খুলনার শিববাড়ীতে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচারের শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ও ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের পরিচালক শরীফুজ্জামান সরকার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। এ সুযোগ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়েবসাইট ভিজিট : www.brothersfurniture.com.bd