শহুরে জীবনের ব্যস্ততা ও জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প জায়গায় রাখতে পারেন কিছু গাছ, যা আপনার রুমের শেলফের বা অফিসের ডেস্কের শোভা বাড়াবে, পাশাপাশি মনের প্রশান্তিও। এসব গাছের স্বভাব সম্পর্কে ভালোভাবে না জানার কারণে কিংবা অতিরিক্ত পানি দেয়ার ফলে অনেক ধরনের গাছ খুব সহজেই মারা যায়। তাই এমন কিছু গাছ আছে, যেগুলো রুমের অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়াবে। তেমনই একটি পোথোস বা মানি প্লান্ট গাছ।
পোথোস খুব পরিচিত একটি গাছ তবে এ গাছের ১০ থেকে ১২টি ধরনের মধ্যে গোল্ডেন পোথোস সবচেয়ে বেশি পরিচিত। এ গাছকে অনেকেই মানি প্লান্ট বলে চেনেন। পানি ও মাটিতে এ গাছ বেঁচে থাকতে পারে বলে এ গাছের পরিচিতি আরও বেশি। এ গাছের পাতার সাহায্যে খুব সহজে নতুন গাছ পাওয়া সম্ভব। চোখণ্ডকান খোলা রাখলে অনেক মাঠে বা বাড়ির আঙ্গিনায় আপনি পেয়ে যাবেন গোল্ডেন পোথোস। সেখান থেকে মাত্র কয়েকটি ডাল নিয়ে আসলেই আপনি ফ্রি ফ্রি পেয়ে যাবেন একগুচ্ছ সবুজ! এ ছাড়া নার্সারিতেও খুব কম দামেই এ মানি প্লান্ট বা গোল্ডেন পোথোস পাওয়া সম্ভব। বাংলাদেশে গোল্ডেন পোথোস, নিওন পোথোস, মার্বেল কুইন পোথোস, স্নো কুইন পোথোসসহ আরও কয়েক ধরনের পোথস পাওয়া যায়। তবে গোল্ডেন পোথোস সবচেয়ে বেশি সহজলভ্য। নতুন বাগানি হলে এ গাছটি থাকবে আপনার পছন্দের তালিকার শীর্ষে।