বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (পুপরোয়া) পিকনিকের প্রস্তুতি সভা সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেড অব পিআর আবু মিয়া আকন্দকে (তুহিন) কনভেনার ও সোনারগাঁও ইউনিভার্সিটির হেড অব পিআর নাহিদ হাসানকে কো-কনভেনার করে পুপরোয়ার বার্ষিক পিকনিকের কমিটি গঠন করা হয়। সভায় পুপরোয়ার বার্ষিক পিকনিকের তারিখ ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করাসহ বার্ষিক ম্যাগাজিন ‘সংযোগ’ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পুপরোয়ার ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ খোলাসহ সদস্যদের অনলাইন প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মাদ ইমতিয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুপরোয়া’র সাধারণ সম্পাদক আবু সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হাবীব কাজল, এসএম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মামুন-উল মতিন, সহ-অর্থ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ মাহবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক আল আমিন শিকদার সিহাব, সহ-জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক বাচ্চু শেখ রবিন, ক্রীড়া সম্পাদক মনজুর হোসাইন, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মতিউর তানিফসহ পুপরোয়ার অন্যরা।