ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ও মহাখালী ক্যাম্পাসে ১৭ জানুয়ারি শুরু হয়েছে ভর্তিমেলা। ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মেসবাউল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিচালক (অডিট) মো. তারেক মাহমুদ, ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম ও জনসংযোগ বিভাগের নাহিদ হাসান। ইউনিভার্সিটির কর্মকর্তারা মেলায় ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকদের। মেলা চলাকালে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় ও কলা ও মানবিক অনুষদের অধীন ১২টি বিভাগের ২০টি বিষয়ে ভর্তিতে থাকছে বিশেষ ছাড়। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে টিউশন ফি’র ওপর থাকছে ৫০ থেকে ১০০ শতাংশ ছাড়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ছাড় রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত