ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভালো থাকার জন্য কিছু অভ্যাস রপ্ত করুন

ভালো থাকার জন্য কিছু অভ্যাস রপ্ত করুন

সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠে কিছুক্ষণ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। সকাল সকাল দিন শুরু করলে সময়মতো সব কাজ শেষ করাও সহজ হবে। এতে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে।

সকালে খালি পেটে ডিটক্স ওয়াটার পান করুন। পান পারেন লেবু ও মধু মেশানো পানিও। কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে তাতে মধু মিশিয়ে কিংবা বিভিন্ন ভেষজ মেশানো পানিও পান করলেও উপকার পাবেন।

সপ্তাহে অন্তত ৫ দিন আধা ঘণ্টা করে ব্যায়াম করবেন। জগিং, স্কিপিং অথবা যেকোনো ব্যায়াম করতে পারেন। সকালে না পারলে বিকেলে বা সন্ধ্যায় করুন ব্যায়াম।

দিনের শুরুতে ভারি খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে দিনভর এনার্জি পাবেন।

সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস রপ্ত করা ভীষণ জরুরি। তাজা ফল, শাকসবজি খান বেশি করে। অস্বাস্থ্যকর খাবার যেমন ফাস্টফুড, কোল্ড ড্রিংক যতোটা সম্ভব এড়িয়ে চলুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত