ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘একাত্তরের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

‘একাত্তরের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

বেঙ্গল পাবলিকেশনস প্রকাশিত সালেক খোকনের ‘একাত্তরের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০ জানুয়ারি বিকেলে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি খালেদ হোসাইন। এ ছাড়া বইটিতে যে মুক্তিযোদ্ধাদের অজানা কথা লিপিবদ্ধ করা হয়েছে, তারাও এ আয়োজনে অংশ নেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন ১৯৭১ সালে বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রার ডেপুটি লিডার-২ কামরুল হাসান ও ঢাকায় গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করা কর্নেল (অব.) তৌফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

ইমদাদুল হক মিলন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা কোনো বস্তুগত বিষয় নয়, এটা আত্মিক ও বিশ্বাসের বিষয়। একাত্তরে যারা যুদ্ধ করেছিলেন তারা ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার জন্য নয়, বরং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছেন। তাদের স্লোগান ছিল একটাই ‘জয় বাংলা’। আজ আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নানা কথা শুনি, দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে, এসব অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিয়ে সোনার বাংলা গড়তে হবে। তাহলেই আমরা দেখতে পাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। অধ্যাপক খালেদ হোসাইন বলেন, একাত্তরে যারা নিজেদের জীবন, পরিবার বিপন্ন করে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তাদের আমাদের মাথায় করে রাখতে হবে। তারা যে দেশের জন্য যুদ্ধ করেছিলেন সেই দেশ গঠনে আমাদের আত্মনিয়োগ করতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধকালে এত ত্যাগ-তিতিক্ষার কোনো মূল্য থাকবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত