ভেলা কসমেসিউটিক্যালস ও এটমির মধ্যে চুক্তি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
বিশ্বমানের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভেলা কসমেসিউটিক্যালস। এরই ধারাবাহিকতায় এবার ভেলা কসমেসিউটিক্যালস ও কোরিয়ান কোম্পানি ‘এটমি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীন এটমির পণ্য বিক্রি করবে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক্যালস। ভেলা কসমেসিউটিক্যালসের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া ও এটমির পক্ষে কোম্পানির কোরিয়ান রিপ্রেজেন্টেটিভ এটোমি প্রতিষ্ঠানের সারোন রোজ মাস্টার বোক-হি-কিম ও ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ এটোমি প্রতিষ্ঠানের ডায়মন্ড মাস্টার গৌরব রাওয়াত চুক্তিতে সাক্ষর করেন। অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা চেরী, তমা মির্জা, দেবাশীষ বিশ্বাস, বারিশ হক, মন্দিরা চক্রবর্তী, বুলবুল টুম্পাসহ আরও অনেকে। ভেলা কসমেসিউটিক্যালস প্রসঙ্গে ডা. দিলরুবা সুমাইয়া বলেন, বিশ্বমানের মানসম্মত কসমেসিউটিক্যালস আমরা পণ্য কম মূল্যে বিক্রি করে থাকি। এখন থেকে কোরিয়ান কোম্পানি এটমির সব পণ্য ভেলা কসমেসিউটিক্যালসে পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে ক্রেতারা আসল পণ্য পাবেন।