ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীন বরণ

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীন বরণ

সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো স্বপ্নাতুর সব উচ্ছ্বাসী চোখ। উচ্চশিক্ষা যাত্রার একদম শুরুতে এমন আড়ম্বরপূর্ণ নবীন বরণ প্রত্যাশিত থাকে প্রতিটি শিক্ষার্থীর। ২৫ জানুয়ারি দিনব্যাপী নানান আয়োজনে জনপ্রিয় বিনোদনকেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং সেশনের শিক্ষা সফর ও নবীন বরণ। শিক্ষা সফর ও স্প্রিং সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার। শিক্ষা সফর ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এসএম নূরুল হুদা, আইন বিভাগের শিক্ষার্থী ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় ক্রিকেটার আল-আমীন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আকমল হাকিম, এফডিটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব, এএমটি বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো. শামছুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক কামরুল হাসান ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার মাহমুদ আল মাসুদ ও জনসংযোগ বিভাগের হেড অব পিআর নাহিদ হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা পর্বে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমিক ও ক্যারিয়ারনির্ভর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বিশ্ববিদ্যালয় যাত্রায় শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত