ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে সর্বাধুনিক ‘যুব টেক প্লাস’ ট্রাক্টর নিয়ে আসছে মাহিন্দ্রা

বাংলাদেশে সর্বাধুনিক ‘যুব টেক প্লাস’ ট্রাক্টর নিয়ে আসছে মাহিন্দ্রা

বাংলাদেশের বাজারে শক্তিশালী ও জ্বালানি-দক্ষ ইঞ্জিনের ‘যুব টেক প্লাস’ সিরিজের ট্র্যাক্টর বাজারজাত শুরু করল আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টর। গত শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিটে নতুন এ পণ্যের উদ্বোধন করেন মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের প্রেসিডেন্ট হেমন্ত সিক্কা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পরিবেশক র‌্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের অটোমোবাইল সমন্বয়কারী আরাজ চৌধুরী। পরবর্তী প্রজন্মের যুব টেক প্লাস ট্র্যাক্টর সিরিজের ৫৭৫ ডিআই, ৫৮৫ ডি মডেলের ট্রাক্টর দুটি যথাক্রমে ৪৫ এইচপি ও ৫০ এইচপি সক্ষমতা নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর নির্মাতা মহিন্দ্রা। সিরিজটি ১২এফ (ফরোয়ার্ড) ও ৩আর (রিভার্স) ট্রান্সমিশন প্রযুক্তির সঙ্গে আসে, একটি ৩-স্পিড রেঞ্জ বিকল্পসহ বিভিন্ন মাটির ধরন ও কৃষি অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে গিয়ারের গতি ঠিক রাখতে সাহায্য করে। উচ্চ নির্ভুলতার নিয়ন্ত্রণ ভালভ ও সর্বোত্তম শ্রেণির উত্তোলন ক্ষমতাসহ, নতুন ট্রাক্টরগুলো সহজে এবং নির্ভুলতার সঙ্গে ভারী যন্ত্রাংশগুলো পরিচালনা করতে পারে। বক্তব্যে হেমন্ত সিক্কা বলেন, যুব টেক প্লাসের নতুন উন্নত ইঞ্জিন প্রযুক্তি, ট্রান্সমিশন ও হাইড্রলিক্স মাহিন্দ্রকে এ সেগমেন্টের সবচেয়ে উন্নত ট্রাক্টর করে তুলেছে। তিনি বলেন, যুব টেক প্লাস ট্রাক্টরের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে, আমরা বাংলাদেশের কৃষকের ফসলের উৎপাদনে যন্ত্রের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই। মাহিন্দ্রার হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশনস ও ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় যাদব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রমেশ রামচন্দ্রন, র‌্যানকন এগ্রো মেশিনারির নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান সজন ও মাহিন্দ্রার ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের দেশীয় প্রধান সৌরভ বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত