যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই মিলবে বে এম্পোরিয়ামের জুতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
ন্যূনতম মূল্যে মানসম্মত ভোগ্যপণ্য ও নানারকম সেবা ঘরে ঘরে সরবরাহ করে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম যাচাই ডটকম। এরই ধারাবাহিকতায় এবার বে এম্পোরিয়ামের জুতা কেনা যাবে ঘরে বসেই। বে এম্পোরিয়াম ২০০৩ সাল থেকে শিশু থেকে প্রবীণ নাগরিক, পুরুষ ও মহিলা সবার জন্য জুতা তৈরি ও বিক্রি করে আসছে। ভোক্তাদের চাহিদা বিবেচনায় ১ ফেব্রুয়ারি রাজধানীর হাজারীবাগে বে এম্পোরিয়ামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় যাচাই ডটকম লিমিটেড। বে এম্পোরিয়াম লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আক্তার আজিজ ও যাচাই ডটকম লিমিটেডের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাহাঙ্গীর আলম চুক্তি স্বাক্ষর করেন। ফলে এখন থেকে বে’র গ্রাহকরা যাচাই ডটকমের মাধ্যমে স্বল্পমূল্যে সহজে ঘরে বসেই বে এম্পোরিয়ামের পণ্য কিনতে পারবেন। অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আক্তার আজিজ যাচাই ডটকমকে অভিনন্দন জানিয়ে বলেন, যাচাই ডটকমের সঙ্গে যৌথভাবে ও অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ব্যবসা করব। আমাদের ব্র্যান্ডের পণ্য যাচাই ডটকমের অনলাইনে পাওয়া যাবে। ক্রেতারা সেবা পাবেন। আমাদের পণ্যের বিক্রির নতুন একটা উইং খুলল। সেইসঙ্গে আমি উভয় প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। যাচাই ডটকম লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, চুক্তির কারণে সারাদেশ থেকে যাচাই ডটকমের মাধ্যমে বে এম্পোরিয়ামের পণ্য ক্রেতারা বাসায় বসে অর্ডার করতে পারবেন ও বাসায় হোম ডেলিভারি পাবেন।