ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মহারাজাধিরাজ

বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত হলো হৃদয় রেজওয়ানের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’। সম্প্রতি রাজধানীর এক ক্যাফেতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইদুর রহমান, কবি ও গল্পকার নাসরীন নঈম, লেখক ও গবেষক জয়দীপ দে। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এ নবীন লেখক সাহিত্য জগতে স্বাক্ষর রাখার যোগ্যতা রাখেন। চর্চার মাধ্যমে ক্রমেই তিনি সে স্বাক্ষরকে সফলতার সঙ্গে দীর্ঘায়িত করবেন ও তার লেখা পাঠকের কাছে পৌঁছে যাক, পাঠক তৈরি হোক এ কামনা করি। বইটির লেখক হৃদয় রেজওয়ান অনুভূতি প্রকাশ করে বলেন, চিন্তা করার আনন্দটুকুর প্রকাশ আর পাঠকের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে গল্প বলার চেষ্টা। সে চেষ্টার সামান্যতম সার্থকতাও আমাকে লেখক হিসেবে আনন্দ দেয়। পাঠ প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, সমাজে প্রচলিত অর্থহীন ও ক্ষতিকর কল্প-বিভ্রমের প্রতি লেখকের সূক্ষ্ম বিদ্রুপ প্রকাশ পেয়েছে কাহিনিটিতে। সামনের দিনগুলোতে লেখকের আরও নতুন নতুন বিস্তৃত লেখা ও চিন্তা পাঠককে মুগ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বইটি বইমেলার ১৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রকাশক উপকথা প্রকাশন।

লেখক হৃদয় রেজওয়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত