চাঁদপুর লেখক পরিষদ উদযাপন করল ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ৩০ জানুয়ারি বিকেলে শহরের সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা ও সাহিত্যপাঠ। চাঁদপুর লেখক পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার।
বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা, সংগঠনের উপদেষ্টা আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি ও লেখক মাহবুবুর রহমান সেলিম, সংগঠনের সদস্য আবদুল গনি, অধ্যাপক গোলাম মোস্তফা খান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আর হারুন, সাংগঠনিক সম্পাদক এন কে সুমন পাটওয়ারী, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, সংগঠনের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, লেখক পরিষদের দপ্তর সম্পাদক রাজিব মুহম্মদ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, অধ্যাপক দুলাল চন্দ্র দাস, অধ্যাপক গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, সেমিনারবিষয়ক সম্পাদক এমটি ইসলাম তাপু।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আর হারুনের কবিতার বই ‘ছেঁড়া জুতা’ উপহার দেওয়া হয়।