ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিছু খাবার এড়িয়ে চলুন

কিছু খাবার আছে, যেগুলো খেলে অজান্তেই কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। সুস্থ থাকতে এড়িয়ে চলুন তেমন কয়েকটি খাবার। এমন কিছু খাবার আছে, যেগুলো খেলে অজান্তেই কমে যেতে পারে প্রতিরোধ ক্ষমতা-
কিছু খাবার এড়িয়ে চলুন

অনেকেই চেষ্টা করেন প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। কেউ ব্যায়াম করে সুস্থ থাকার চেষ্টা করেন। অনেকে আবার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের সঙ্গে খান কাঁচা হলুদ। তবে এমন কিছু খাবার আছে, যেগুলো খেলে অজান্তেই কমে যেতে পারে প্রতিরোধ ক্ষমতা। সুস্থ থাকতে এড়িয়ে চলুন তেমন কয়েকটি খাবার।

নরম পানীয় : শীতকালে সাধারণত মানুষ নরম পানীয় এড়িয়ে চলেন। কিন্তু এমন অনেকেই আছেন, যারা ভরপেট আহারের পর নরম পানীয় খাওয়া অভ্যাস করে ফেলেছেন। এমন ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। কারণ যে কোনও নরম পানীয়ে চিনির পরিমাণ এতটাই বেশি থাকে, তা শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ভাজাভুজি : বাইরের যে কোনও ভাজাভুজিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। যা শরীরের জন্য একেবারেই ভাল নয়। ওজন তো বাড়িয়ে দেয়ই, সেই সঙ্গে দীর্ঘ দিন ধরে এ ধরনের খাবার খেলে প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই রোগের সঙ্গে লড়তে এ ধরনের খাবার থেকে দূরে থাকুন।

মিষ্টি : এতে যেমন থাকে প্রচুর পরিমাণ ফ্যাট, তেমনই আছে চিনি। সেই সঙ্গে থাকে কিছু মিষ্টিতে থাকে ভাল পরিমাণ ময়দাও। সব ক’টি উপাদানই শরীরের জন্য ক্ষতিকর। স্থূলতার ঝুঁকি থাকে। তা ছাড়া বেশি মিষ্টি খেলে কমে যেতে পারে প্রতিরোধ ক্ষমতাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত