বইমেলায় এলো ফারহানা মোস্তফা লিজার নতুন বই
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো লেখিকা ফারহানা মোস্তফা লিজার গবেষণাধর্মী বই ‘নারী ও কোরআন’। সম্প্রতি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শব্দশিল্পের স্টলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। শব্দশিল্প স্বত্বাধিকারী মো, শরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন। অনুষ্ঠানে বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, প্রযুক্তির এ যুগে ফারহানা মোস্তফা লিজার মতো তরুণ লেখকরা যখন গবেষণাধর্মী বই লেখার চেষ্টা করেন, এটা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। আমাদের উচিত তরুণ লেখকদের সঠিক পথনির্দেশনা দেওয়া, যাতে তারা সামনে এগিয়ে যেতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, সাবেক সামরিক কর্মকর্তা মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।