ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রঙ বাংলাদেশে একুশে সংগ্রহ

রঙ বাংলাদেশে একুশে সংগ্রহ

অমর একুশ সামনে রেখে ভাষার মাসে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালা ও পাখির রং থিম করে। মূল রং সাদাকালো আর অ্যাশের সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল। সুতি, হাফসিল্ক, লিলেন, কটন ক্রেপ, সেমি পিওর কাপড়ে স্ক্রীনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, টাই-ডাই, কাটিং-সুইং ও অ্যাম্ব্রয়ডারি কাজে হয়েছে পোশাকের জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানা অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্য পাবেন যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের নানা ডিজাইনের মগ, এ ছাড়া রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ ও পার্স। সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনইস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাবেন এ সংগ্রহ। আউটলেট ছাড়া রঙ বাংলাদেশের ই-কমার্স সাইট www.rang-bd.com থেকে কেনা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত