ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লা রিভে ঈদ ও নার্গিসাস কালেকশন

লা রিভে ঈদ ও নার্গিসাস কালেকশন

লা রিভের ঈদ ও নার্গিসাস কালেকশন নিয়ে হয়ে গেল জমকালো ফ্যাশন শো ও প্রদর্শনী। ২ মার্চ সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, কোভিডের কঠিন সময়েও বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো নিজস্ব স্টাইল ও ডিজাইন তৈরি করে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে গেছে। ফ্যাশন-সাংবাদিকরাও দেশি ফ্যাশন ও কাপড়ের প্রসার ও প্রচারে সমানতালে ভূমিকা রেখেছেন। আমাদের এবারের কালেকশনের মাধ্যমে আমরা সবার মধ্যে ইতিবাচকতার অনুরণন ছড়িয়ে দিতে চাই। আমাদের এবারের ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। একটি দীর্ঘ অতিমারি শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি। উৎকণ্ঠা সরিয়ে আমাদের মনে স্বস্তি বা ইনার পিস ফিরে এসেছে। সেই শান্তি, আনন্দ আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রঙ, তাই এ কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে।

উজ্জ্বল কমলা বা জুসি অরেঞ্জকে কোর কালার ধরে অন্যন্য শেডগুলো বাছাই করেছি আমরা। উজ্জ্বল সবুজ, আকাশি ও গাড় নীল, লাল, বাদামি, কমলা, হলুদ, কালো, মেরুন, অলিভ গ্রিন, পার্পল, টিল, অনিয়ন ও ব্লাশ পিংক ও প্যাস্টেল শেড দেখা যাবে এবার। কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে প্রাধান্য দিয়েছে লা রিভ। সিল্ক, হাফসিল্ক, মসলিন, অরগাঞ্জা, ক্রেপ, সাটিন, জ্যাকার্ড, মার্সেরাইজড কটন, ভিসকোস ও ইন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটি কটন দিয়ে বোনা হয়েছে এ কালেকশন। এ ছাড়া আন্তর্জাতিক ফ্যাশন ও ঈদের সব ট্রেন্ডি প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে লা রিভ ঈদ কালেকশন। বেশ কয়েকটি থিম ও প্রিন্টস্টোরিতে ঈদের স্টাইলগুলো সাজানো হয়েছে। ভারি কারচুপি, অ্যাম্ব্রয়ডারি ও হাতের কাজ করা স্টাইলগুলো সংকলিত হয়েছে ক্রাফটেড কিচ শিরোনামের থিমে। উজ্জ্বল রঙের পেইন্টারলি গ্রাফিক্স, লতাপাতাণ্ডফুলের স্ক্রল, ক্রস-স্টিচ ইত্যাদির প্রিন্টগুলোকে স্ক্রলিং গ্রাফিক স্টোরিতে সাজানো হয়েছে।

অ্যানিমেল প্রিন্ট ও জিওমেট্রিক স্পটপ্রিন্ট দেখা যাবে স্পেকল ব্লাস্ট প্রিন্টস্টোরিতে। উজ্জ্বল রঙের ডাইইফেক্ট দিয়ে সাজানো হয়েছে পিগমেন্ট ও অম্ব্রে ক্রাশ, সঙ্গে থাকছে মেলো ও বোল্ড কালার ব্লকের কম্বিনেশন। আরও থাকছে পপস্টাইলে আঁকা ফুল দিয়ে সাজানো ফ্লোরাল পপ প্রিন্ট, চেক ও স্কয়ার বক্স প্রিন্ট, চাইল্ড-লাইক চার্ম ও পজেটিভ মেসেজিংয়ের মতো আকর্ষণীয় প্রিন্টস্টোরিগুলো।

এ কালেকশনে আছে নারী, পুরুষ, টিনএজ, শিশুসহ সব বয়সিদের পোশাক। ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে (www.lerevecraye.com) কেনা যাবে এ কালেকশন। ফেইসবুক পেজ www.facebook.com/lerevecraye

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত