নারীত্বের মহিমা উদযাপনে রঙ বাংলাদেশ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
নারীত্বের মহিমাকে শ্রদ্ধা জানাতে ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় নারী দিবস। রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান বিনম্র শ্রদ্ধায়। সেজন্য এ দিবস উপলক্ষ্যে ১ থেকে ৮ মার্চ পর্যন্ত থাকছে ২০ শতাংশ বিশেষ মূল্যছাড়।
রঙ বাংলাদেশের ওয়েবসাইট, ফেইসবুক পেজ ও আউটলেটের (দেশীদশ, ফ্র্যাঞ্চাইজ ব্যতিত) বাছাইকৃত পণ্যে উপভোগ করা যাবে এ বিশেষ ছাড়। রঙ বাংলাদেশের প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, কুর্তি, টপস, ব্লাউজ,মাস্ক, গহনা, মগ। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি ও নানা রকম উপহার সামগ্রী।
আউটলেট ছাড়াও কেনাকাটার সহজ উপায় রঙ বাংলাদেশের ইকমার্স সাইট। নতুন আঙিকে সাজানো ওয়েবসাইট www.rang-bd.com ও ফেইসবুক পেজ www.facebook.com/rangbangladesh