মুক্তিযুদ্ধ অত্যন্ত গৌরবের একটি দিন। গণতন্ত্র, বৈষম্যের প্রশ্নে পূর্ব বাংলার মানুষ সংগ্রাম করেছে। আমরা নতুন একটা দেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। সাম্য, মানবিক অধিকার, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু স্বাধীনতার ৫২ বছরে মানবসত্তার মর্যাদা বা হিউম্যান ডিগনিটি, সামাজিক ন্যায়বিচার কতটুকু নিশ্চিত হয়েছে? কিংবা সংবিধানের চার স্তম্ভের কোনটি কতটুকু বা কোথায় কার্যকর হয়েছে। ৩ মার্চ সন্ধ্যায় ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের বক্তৃতায় এসব কথা তুলে ধরেন। মুক্তিযোদ্ধ শাহ সৈয়দ কামালের উদ্ভোধনী বক্তৃতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ও মুক্তিযোদ্ধা ড. আহরার আহমদ শুরুতেই উপস্থিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা কমোডর আবদুল ওয়াহিদ চৌধুরী, মেজর আবদুল কাইয়ুম খান, ড. কায়সার হামিদুল হক, সাঈদা কামাল ও নাঈম জাহাঙ্গীর। আলোচনায় উঠে এসেছে আগরতলাসহ বিভিন্ন অঞ্চলে ক্র্যাক প্ল্যাটুন, গেরিলা যুদ্ধ ও অন্যান্য মুক্তিবাহিনির অপারেশনের শ্বাসরুদ্ধকর ঘটনা।
মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? কেনইবা আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? মুক্তিযুদ্ধ নিয়ে ৪ থেকে ৫ হাজার বই লেখা হয়েছে। অথচ বর্তমান প্রজন্মের মধ্যে পাঠের ঝোঁক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এমনকি এ ঐতিহাসিক ঘটনা নিয়ে তরুণদের মধ্যে আগ্রহের যথেষ্ট ঘাটতি আছে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি আমরা রাষ্ট্রে কতটুকু অর্জন কিংবা প্রয়োগ করতে পেরেছি। সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র কোন ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে? মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, জি সি দেবসহ অনেক গুণী শিক্ষককে মুক্তিযুদ্ধের জন্যই জীবন দিতে হয়েছে। তাদের এ ত্যাগের তাৎপর্য কি? স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র সেই মূল্য কি দিতে পেরেছে? আলোচনায় মুক্তিযোদ্ধারা এসব প্রশ্ন শ্রোতাদের সামনে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ করা। উপস্থিত মুক্তিযোদ্ধারা এ নিয়ে তরুণ প্রজন্মদের ভাবতে আহ্বান জানান।