ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইএলও-ইউর সহায়তায় কারিগরি শিক্ষা প্রসারে অধিদপ্তরের ক্যাম্পেইন

আইএলও-ইউর সহায়তায় কারিগরি শিক্ষা প্রসারে অধিদপ্তরের ক্যাম্পেইন

আন্তর্জাতিক শ্রম সংস্থার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়নকৃত প্রকল্প স্কিল-২১ কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে ক্যাম্পেইন কৌশল, কর্মপরিকল্পনা তৈরি করে এরা বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে, ‘কারিগরি দক্ষতা ও সমৃদ্ধি’ ক্যাম্পেইনটি ২০২১ সালে সিলেট, গাইবান্ধা ও রাঙ্গামাটিতে বাস্তবায়িত হয়। এ ক্যাম্পেইনের সফলতা দেখে সরকার বিভাগীয় পর্যায়ে এ ক্যাম্পেইনের বাস্তবায়ন শুরু করে। কারিগরি শিক্ষার সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী ক্যাম্পাস ওপেন ডে আয়োজন করেছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী সফলভাবে এ ত্রিমাত্রিক ক্যাম্পেইনটি পরিচালনা করে। কমিউনিটি মোবিলাইজেশন, ইনস্টিটিউট পর্যায়ের কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এই তিন পর্বের দ্বিতীয় পর্বের একটি হলো ক্যাম্পাস ওপেন ডে। কমিউনিটি পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে অভিভাবক সভা, হটস্পট কার্যক্রম ইত্যাদি। পোস্টার, কারিগরি শিক্ষাবিষয়ক বুকলেট, তথ্য বোর্ড এবং বার্তাগুলো ফেনীতে প্রায় ১৩ হাজার মানুষ সরাসরি গ্রহণ করেছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী ক্যাম্পাস ওপেন ডের কার্যক্রম শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালির মাধ্যমে শুরু হয়। এ ছাড়া ক্যাম্পাস ওপেন ডে-তে চাকরি মেলা, দক্ষতা প্রদর্শন, দক্ষতা প্রতিযোগিতা, ক্যারিয়ার আলোচনা ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস ওপেন ডে উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদণ্ডউল হাসান। এ ছাড়া আইএলওর টিভিইটি স্পেশালিস্ট লিগায়া দুমাওয়াংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে এ ক্যাম্পেইনটি চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত