ঐতিহাসিক ৭ মার্চ : তাৎপর্য ও প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ‘ঐতিহাসিক ৭ মার্চ : তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৭ মার্চ বিকালে এ সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নবিদ দিবাকর সিকদার। আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।