সকালে উঠে করুন কিছু কাজ
কথায় আছে, আর্লি টু বেড আর্লি টু মর্নিং মেকস আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তাই রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান ও ভোর ভোর ঘুম থেকে উঠে যান-
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
ভবিষ্যৎ জানা সম্ভব নয়, তবে বর্তমানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাই সকালের শুরুটা এমনভাবে করুন যাতে গোটা দিনটা একেবারে ফাটিয়ে দিতে পারেন।
কথায় আছে, আর্লি টু বেড আর্লি টু মর্নিং মেকস আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তাই রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান ও ভোর ভোর ঘুম থেকে উঠে যান।
সকালেই নিজেকে তৈরি করে নিন। কোন কাজ আগে করবেন, কোন কাজ হবে পরে ঠিক করে ফেলুন। এভাবেই শুরু করুন দিন।
সকালে উঠে প্রথমেই সোশ্যাল মিডিয়া নিয়ে বসে যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করুন। নিজেকে তৈরি করে নিন। তারপর না হয় সোশ্যাল মিডিয়া দেখবেন।
সকালেই সেরে ফেলুন এক্সারসাইজ। ব্যায়াম করলে শরীর ভালো থাকে। শরীরে মেলে শক্তি। এমনকী আপনি গোটা দিন কাজেও মন দিতে পারবেন।
ব্যায়ামের পাশাপাশি সকালে প্রাণায়াম সেরে নিতে পারলে মন থাকে শান্ত। আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন বিশ্বাস।
সকাল ঠিক সময়ে ব্রেকফাস্ট সেরে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সকালের খাবারে থাকুক হালকা এবং পুষ্টিকর খাদ্য। তবেই শরীর থাকবে ভালো।