‘চেতনায় ঐতিহ্য’ স্লোগানকে ধারণ করে ‘দেশ পাবলিকেশন্স’ পথ চলছে একযুগ ধরে। প্রতিবছরই প্রতিষ্ঠাননি নির্বাচিত বই প্রকাশ করে থাকে। এবারের একুশে বইমেলায়ও দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে ৫৭টি নতুন বই। এর মধ্যে বিক্রির শীর্ষে থাকা সেরা ১০টি বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- আনোয়ার হোসেনের গল্পের বই ‘নিদাঘ’, জাহারা মিতুর কবিতার বই ‘কবিতার নাম প্রেমিকা’, রিক্তা রিচির ‘আমাকে লিখে রাখো’, সৈয়দা রোজীর ‘হিজল জলে ফাঁদ’, মুনির আহমেদের ‘গভীর বিশ্বাসের প্রহর’, মমতাজ বেগমের ‘গহিনের রোদন’, খোন্দকার শাহ্ আলমের উপন্যাস ‘হ্যালো আমরিন’, মোস্তফা মাসুম তৌফিকের কবতিার বই ‘কোন বনে পালিয়ে যাই’, সাকিনা কাইউমের ‘আমারে ছাইড়া কই যাও পাগল’ ও জহরত আরার উপন্যাস ‘গডমাদার’। দেশ পাবলিকেশন্সের প্রকাশক ও কবি অচিন্ত্য চয়ন বলেন, মূলত এবার বইমেলায় প্রকাশিত বিক্রির শীর্ষে থাকা ১০টি বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আগের বছরগুলোতেও আমরা তরুণদের প্রেরণা দেওয়ার জন্য সেরা ১০টি বইয়ের নাম প্রকাশ করেছি। সেই ধারাবাহিকতায় এবারের তালিকা প্রকাশ। অন্য অনেক তরুণের বইও ভালো বিক্রি হয়েছে। এ ছাড়া চলতি মাসে দেশের যুগপূর্তি হচ্ছে। সে উপলক্ষ্যে ‘দেশ সাহিত্য উৎসব’ করার ইচ্ছে আছে। সেই সঙ্গে শিল্প-সাহিত্যের বিভন্ন শাখায় অবদান রাখা ১২ গুণীকে সম্মান জানানো ও দেশ সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করা হবে।